শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ২২:১৪

২১ আগস্ট স্মরণে চাঁদপুর মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আলোচনা সভা

বাদল মজুমদার
২১ আগস্ট স্মরণে চাঁদপুর মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আলোচনা সভা

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা ও শহীদদের স্মরণে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শনিবার বিকেলে স্থানীয় এমপির বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য (ভার্চুয়াল) রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূরের সভাপতিত্বে ও যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, সাংঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মাঝি।

এছাড়াও বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা রহমান, খালেদা আক্তার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা রুমা, আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, সুলতানা, কুমকুম, মুন্নি, কানিজ আয়শা কবিতা, ফাতেহা বারী, সুলতানা রাজিয়া দীপু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়