রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০

গরমের কষ্ট নিরসনে কাজটি সবারই করা দরকার

অনলাইন ডেস্ক

গেলো এপ্রিলে দেশের প্রায় পঁচানব্বই শতাংশ অঞ্চলের মানুষই গরমে পুড়েছে। বৃষ্টির দেখা পাওয়া যায়নি। চলতি মে মাসে বৃষ্টি বিভিন্ন অঞ্চলে দেখা গেলেও গরমে পুড়ে যাওয়া থেকে এখনো সবাই রেহাই পায়নি। গরম তার তীব্রতা নিয়ে কম-বেশি আছেই। বাংলাদেশে ৭৬ বছরের মধ্যে এবার তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে বলা হলেও কার্যত স্মরণাতীত কালের মধ্যে এই তাপমাত্রা সবচে’ বেশি বললে ভুল হবে না। তারপরও এই গরমকে প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করে অতি প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করে সেটি প্রতিপালনের জন্যে স্থানীয় প্রশাসন/স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দেয়া হয়নি।

আমাদের দেশে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, শৈত্য প্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ মনে করে সরকার অনেক কিছুই করার নির্দেশনা দেয় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণকে। কিন্তু গরম ৭৬ বছরের রেকর্ড ভাঙ্গলেও সরকার তীব্র দাবদাহ/তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত না করা বা ঘোষণা না দেয়াটা দুঃখজনক। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কায় ভোগা মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার তাগিদে সরকার অনেককে ব্যাপৃত করলেও এবং শৈত্য প্রবাহ মোকাবেলায় বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিলেও দাবদাহ/তাপপ্রবাহ মোকাবেলায় নেয়নি উল্লেখযোগ্য পদক্ষেপ। এমতাবস্থায় দিনের বেলা বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক/ অরাজনৈতিক সংগঠন শরবত, পানি, স্যালাইন বিতরণের কর্মসূচি পালন করেছে। এমনকি মেডিকেল ক্যাম্পও করেছে। চাঁদপুর পৌরসভা বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপন করেছে শহরের বিভিন্ন স্থানে। হাজীগঞ্জ পৌরসভা রাস্তায় ছিটিয়েছে পানি। এতে সাধারণ পথচারী, দিনমজুর, শ্রমিক, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসহ ঘর থেকে বাধ্য হয়ে বের হওয়া লোকজন স্বস্তি পেয়েছে। হয়তো এই কারণে কেউ কেউ হিট স্ট্রোক থেকেও বেঁচেছে। চাঁদপুরে এই কাজটি সরকারি দলকে আনুষ্ঠানিকভাবে করতে দেখা না গেলেও বিএনপিসহ আরো কিছু সংগঠনকে ভালোভাবে করতে দেখা গেছে। তবে উপজেলা নির্বাচনে সরকারি দলের কোনো কোনো প্রার্থীকে সেবার বিনিময়ে স্বার্থ আদায়ের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক প্রদর্শনেচ্ছা অর্থাৎ শোডাউনের মাধ্যমে কাজটি করতে দেখা গেছে। বস্তুত গরমের কষ্ট লাঘবে সরকারি কার্যক্রমের অনুপস্থিতিতে সংবেদনশীল হয়ে যে কারোরই শরবত, পানি, স্যালাইন বিতরণের কাজটি করা সময়োপযোগী ও যথোচিত। এ কাজটি উদ্দেশ্য ও স্বার্থের ঊর্ধ্বে উঠে নির্দলীয় মানসিকতায় সবারই করা দরকার। এতে মানুষের পাশাপাশি স্রষ্টারও সহজ সন্তুষ্টি অর্জন সম্ভব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়