রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২১ জুন ২০২৩, ০০:০০

গণি মডেল উচ্চ বিদ্যালয়কে অভিনন্দন
অনলাইন ডেস্ক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়। সোমবারের ফাইনালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ের সাথে হেরে যায় চাঁদপুরের দলটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জয়লাভ করে দিনাজপুর ক্রিকেট একাডেমি গণি মডেল উচ্চ বিদ্যালয় দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। দিনাজপুর একাডেমি ১৭৬ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামলে খেলার মাঝপথে বৃষ্টি শুরু হয়। ক্রিকেট খেলার নিয়ম অনুযায়ী দিনাজপুরকে ৪০ ওভারে ১৫৮ রানের টার্গেট দেয় ম্যাচ পরিচালনাকারী আম্পায়াররা। দিনাজপুরের খেলোয়াড়রা ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। টুর্নামেন্টে চাঁদপুর দলের সালমান ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডের কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণকারী চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, প্রথম বারের মতো চাঁদপুরের গণি মডেল উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অংশ নিয়ে রানার্সআপ হওয়ায় তাদেরকে এই অভিনন্দন জানানো হয়েছে। এক বার্তায় খেলোয়াড়, দলের কর্মকর্তাসহ শিক্ষকদেরও অভিনন্দন জানানো হয়।

গণি মডেল উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের খেলোয়াড়রা লড়াই করে যে হেরেছে, সেটা ফাইনাল ম্যাচ যারা স্বচক্ষে দেখেছেন, তাদেরকে স্বীকার করতেই হবে। শক্তিশালী প্রতিপক্ষ দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ের কাছে টচে হেরে বৃষ্টিভেজা মাঠে আঁটসাঁট বোলিং ও আক্রমণাত্মক ফিল্ডিংয়ের মুখে গণি মডেলের খেলোয়াড়রা ৪০ ওভার পর্যন্ত সাত উইকেট রক্ষা করার পর ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ১৭৫ রানের যে লড়াকু ইনিংস দাঁড় করিয়েছেন, সেটা অনেক বড়ো কিছুই ছিলো। তারপর বোলিং আক্রমণ শানিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করলেও বৃষ্টির বাধায় থমকে দাঁড়ায় এবং ক্রিকেটের বৃষ্টি আইনের কাছে গণি মডেল শেষ পর্যন্ত হেরে যায়। সেজন্যে এই হারে কোনো লজ্জা আছে বলে আমরা মনে করি না।

চাঁদপুরের ক্রিকেটীয় উত্থানের পেছনে ক্লেমন ক্রিকেট একাডেমি ও একজন শামীম ফারুকীর অবদান যে একের পর এক সুস্পষ্ট হচ্ছে, সেটা গণি মডেল উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের খেলোয়াড়দের কোচ পলাশ কুমার সোমের কারণে আরো একবার প্রমাণিত হলো। কেননা কোচ পলাশ ক্লেমন ক্রিকেট একাডেমীর অন্যতম কর্মকর্তা এবং গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি বিভাগীয় পর্যায়ে হেরে যাওয়া দলটিকে যেভাবে জাতীয় পর্যায়ের ফাইনালে টেনে তুলেছেন এবং খেলোয়াড়দের শৃঙ্খলাপূর্ণ অবদান নিশ্চিত করেছেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। সবচে’ বড়ো কথা, বিদ্যালয়ের ক্রীড়াপ্রেমী প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন ও ক্রীড়া শিক্ষক সহ অন্যান্য শিক্ষক, সর্বোপরি ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ক্রিকেট দলকে যে অকৃপণ পৃষ্ঠপোষকতা ও প্রণোদনা দিয়েছেন, সেটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা চাঁদপুর জেলার ক্রীড়ার ইতিহাসে এই প্রথম গণি মডেল উচ্চ বিদ্যালয়ের জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে যাওয়াটাকে অনেক বড়ো অর্জন বলে মনে করছি। আমরা বিশ্বাস করি, একদিন এই অর্জনের পথ ধরেই গণি মডেল কিংবা চাঁদপুরের কোনো না কোনো স্কুল জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে গিয়ে চূড়ান্ত বিজয়ী তথা চ্যাম্পিয়ন হবার তাগিদে ভুগবে এবং জেলাবাসীর স্বপ্ন পূরণে সক্ষম হবে। আমরা প্রাইম জাতীয় স্কুল ক্রিকেটের এবারের রানার্স আপ গণি মডেল উচ্চ বিদ্যালয় দলকে প্রাণঢালা অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা জানাচ্ছি। এই দলের সুযোগ্য অধিনায়ক সালমান সহ অন্য সকল খেলোয়াড়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়