প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০

শাহরাস্তি প্রেসক্লাবের নূতন নেতৃত্বের সুঘ্রাণ নাক থেকে সরে না যেতেই জানা গেলো, মতলব দক্ষিণ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি স্বতঃপ্রণোদিত হয়ে শান্তিপূর্ণ উপায়ে নূতন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছায় বরণ করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করে দিয়েছেন। এই সুখানুভূতি মন থেকে না মুছতেই জানা গেলো, ফরিদগঞ্জ প্রেসক্লাবে গত শুক্রবার হয়ে গেলো ভোট উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে পাওয়া গেলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছেন সভাপতি মামুন পাঠান ও সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ।
এ সংক্রান্ত চাঁদপুর কণ্ঠের সংবাদে লিখা হয়েছে, ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে গত শুক্রবার (১৬ জুন)। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের পরবর্তী মেয়াদের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এতে পরবর্তী তিন বছর জন্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দুই পদেই ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ৫৩ জন। দুটি পদের বিপরীতে দুজন সভাপতি প্রার্থী এবং চারজন সাধারণ সম্পাদক প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর দর্পণের ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামালকে পরাজিত করে দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ পাঠান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক ‘আনন্দ বাজার’ পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা, দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ। সাধারণ সম্পাদক পদে অপর তিন প্রার্থী ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ প্রবীর চক্রবর্তী, দৈনিক চাঁদপুর প্রবাহের ফরিদগঞ্জ প্রতিনিধি আমান উল্লাহ আমান ও দৈনিক চাঁদপুর বার্তার ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সৈকত।
আমরা ফরিদগঞ্জ প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে চাঁদপুর কণ্ঠের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রসঙ্গক্রমে একটি তথ্য প্রকাশ করার লোভ সামলাতে পারলাম না। সেটি হচ্ছে, অতি সম্প্রতি শাহরাস্তি, মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের যে ছয়জন নূতন নেতা শীর্ষ পদ পেলেন, তাঁদের চারজনই হচ্ছেন চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি। এতে যেন প্রমাণিত হলো : চাঁদপুর কণ্ঠ তার প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেই দক্ষ বানায় নি, এই দক্ষতার ফলস্বরূপ তারা নিজ বলয়ে সমপেশার মানুষদের মাঝে বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে যাতে নেতৃত্ব দিতে পারেন, সেই সক্ষমতাতেও ঋদ্ধ করেছে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দুজনই চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি হবার কারণে আমরা অধিকার নিয়ে বলতে চাই, নির্দিষ্ট তিন বছর মেয়াদে বিদ্যমান গঠনতন্ত্রের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আহ্বান ও যাচাইক্রমে গ্রহণ, আইওয়াশরূপী উন্নয়নের পরিবর্তে টেকসই উন্নয়ন, আয়বর্ধক প্রকল্পগ্রহণ, সদস্যদের পেশাগত উন্নয়ন সহ সমকালীন চাহিদা পূরণে নিতে হবে কার্যকর পদক্ষেপ এবং নির্বাচনকালীন অঙ্গীকার পূরণে হতে হবে আন্তরিক। সর্বোপরি নির্দিষ্ট মেয়াদ শেষ হবার পূর্বে আর্থিক স্বচ্ছতা প্রমাণের যাবতীয় পদক্ষেপ নেয়া এবং দায়িত্ব ছেড়ে দেয়ার মানসিকতায় ঋজু থাকায় হতে হবে বলিষ্ঠ। আর উদ্ভূত সমস্যা-সঙ্কট মোকাবেলার ব্যাপারে নিজেদেরকে ক্রাইসিস লিডার বানানোর প্রস্তুতি নিতে হবে। আমরা ফরিদগঞ্জ প্রেসক্লাবের নূতন নেতৃত্বের কাঙ্ক্ষিত গতিশীলতা এবং প্রেসক্লাবের অখণ্ডতা বজায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও আন্তরিকতা প্রদর্শনে প্রতিজন সদস্যের সক্রিয়তা প্রত্যাশা করছি।