রবিবার, ১১ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০

এবার যদি সত্য হয়-
অনলাইন ডেস্ক

গত বুধবার চাঁদপুরে আধুনিক নৌবন্দর নির্মাণ স্থানের ক্ষতিগ্রস্ত ৭৪ ব্যবসায়ীকে চেক প্রদানকালে জানানো হয়েছে, ঈদের পর জুলাই মাসে কাজ শুরু হবে। এসব ব্যবসায়ীকে ক্ষতিপূরণ হিসেবে ৯০ লাখ ২৯ হাজার ৯১৯ টাকার চেক প্রদান করা হয়েছে। চাঁদপুর শহরের বাগাদী রোডে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের এস্টেট এলাকার রেস্ট হাউজে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এসব চেক তুলে দেন প্রধান অতিথি যুগ্ম সচিব ও বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) ড. একেএম আজাদুর রহমান। এ সময় তিনি বলেন, আপনারা ক্ষতিগ্রস্ত না, আপনারা এই উন্নয়নের অংশীদার। আপনাদেরকে উচ্ছেদ নয়, প্রতিস্থাপন করা হচ্ছে। উন্নয়নের জন্যে আমাদেরকে পরিবর্তন হতে হবে। সরকারের কাজে সকলকে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, নদী হচ্ছে সভ্যতার সূতিকাগার। ঢাকা, সিলেট, চাঁদপুর, বরিশালসহ বড় বড় শহর নদীর তীরে গড়ে উঠেছে। দেশের যে কোনো বড় ধরনের উন্নয়ন কাজে প্রথমে যারা সম্পদ, অর্থ ও বিভিন্নভাবে সহযোগিতা করেন, তারা স্মরণীয় হয়ে থাকেন। পরবর্তী প্রজন্মের জন্য এটি উদাহরণ হয়ে থাকে। আশা করছি, আপনারা সকলে নিজ অবস্থান থেকে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করবেন। বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারীসহ অনেকে।

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক নৌ-পরিবহন প্রকল্প-১’ শীর্ষক প্রকল্পের অধীনে চাঁদপুরে আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ কাজ খুব শিগগিরই তথা ঈদুল আজহার পর জুলাই মাসে শুরু হবে। সে লক্ষ্যে নির্মাণ কাজ শুরু করার পূর্বে ৭৪ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে এই অর্থ দেয়া হয়। নৌ-বন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক আইয়ুব আলী জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চেক প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে বর্তমান স্থান ত্যাগ করতে হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বুধবারের চেক প্রদান অনুষ্ঠানের কারণে চাঁদপুরবাসীর মধ্যে আশা জেগেছে যে, এবার চাঁদপুরে আধুনিক নৌবন্দর নির্মাণ কাজ সত্যি সত্যিই শুরু হতে যাচ্ছে। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে এই আধুনিক নৌবন্দরের ভিত্তিফলক নৌমন্ত্রী, নৌমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি, স্থানীয় এমপিসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এতোটা ঘটা করে উন্মোচনের পরও গত পাঁচ বছরে নানা কথা বলে কাজ শুরু করা হয়নি। এবারও নির্বাচনী বছরেই নৌবন্দরটির কাজের ব্যাপারে তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। সেজন্যে অপেক্ষার যন্ত্রণায় ভোগা লোকজন বলছেন, জুলাই মাসে যতক্ষণ পর্যন্ত না কাজ শুরুর আলামত দেখা যাবে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে, চাঁদপুরে আধুনিক নৌবন্দর হচ্ছে তো হচ্ছেই। আমরা আশা করি, এ ব্যাপারে বিশ্বাসযোগ্যতা অর্জন বা নির্ণয়ে সংশ্লিষ্ট প্রকল্প কমিটি এবার অবশ্যই সক্ষম হবে। আমরা প্রকল্পটির আগাম সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়