রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০

মতলব প্রেসক্লাবের নূতন নেতৃত্বের প্রতি শুভ কামনা
অনলাইন ডেস্ক

শনিবার চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠার অন্যতম সংবাদ শিরোনাম ‘মতলব প্রেসক্লাবের কার্যকরী কমিটির বিদায় ও বরণ’। সংবাদটির বিবরণ হচ্ছে : ঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বিদায় ও বরণ গত ৯ জুন শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি নিমাই চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরের নিকট বিদায়ীরা দায়িত্ব হস্তান্তর করেন। বিদায়ী কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফজলে রাব্বী ইয়ামিন, গোলাম হায়দার মোল্লা, যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন তালুকদার, সাবেক অর্থ সম্পাদক পলাশ রায়, দপ্তর সম্পাদক সোবহান ফারুক, ক্রীড়া সম্পাদক মোঃ শরীফ পাটোয়ারী, সদস্য খোরশেদ আলম প্রমুখ। বিদায়ী সভাপতি মোঃ আক্তার হোসেন বলেন, আমরা সুনামের সাথে দায়িত্ব পালন করেছি, আশা করি নূতন নেতৃত্ব সেটা বহাল বা ধরে রাখতে সক্ষম হবে।। নতুন কমিটির সভাপতি নিমাই চন্দ্র ঘোষ বলেন, সকলের সহযোগিতা নিয়ে ও মতলব প্রেসক্লাবের নিয়মনীতি মেনে সংগঠন ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করবো।

নির্বিবাদে এমন দায়িত্ব হস্তান্তরের জন্যে আমরা মতলব প্রেসক্লাবের বিদায়ী সভাপতি সহ তাঁর পুরো কমিটিকে ধন্যবাদ জানাই। আমরা যেমনটি আমাদের চাঁদপুর জেলার শাহরাস্তি সহ দেশের বিভিন্ন স্থানে দেখতে পাইনি বা পাই না। দীর্ঘদিন জগদ্দল পাথরের মতো চেপে বসা নেতৃত্ব শাহরাস্তি প্রেসক্লাবকে স্থবিরতা ছাড়া উল্লেখযোগ্য আর কিছুই উপহার দিতে পারে নি। প্রতিবাদী, দৃঢ়চেতা ও পেশাদার কিছু সাংবাদিকের বলিষ্ঠ ভূমিকা এবং স্থানীয় এমপি সহ অন্য সকল জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শাহরাস্তি প্রেসক্লাবের নূতন নেতৃত্ব এসেছে এবং তারা দায়িত্ব নিয়ে প্রেসক্লাবের কার্যক্রমে অভূতপূর্ব গতিশীলতা আনয়ন করেছে। দায়িত্বগ্রহণের স্বল্প সময়ে তারা সরকারি জমি বা পৌরভূমি লীজ প্রাপ্তির জন্যে অপেক্ষা না করে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে নিজেরা জায়গা কেনার ব্যবস্থা করে মাটি ভরাট করছে এবং প্রেসক্লাব ভবন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নিয়ে আশাব্যঞ্জক দ্রুত গতিতে কাজ করছে, যার ফলে স্থানীয় সুধী মহল সহ সাধারণ মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে। আমাদের বিশ্বাস, মতলব প্রেসক্লাবের নূতন নেতৃত্ব শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব প্রাপ্তির স্বস্তি ও আনন্দে চলমান গতিশীলতা ও সুনাম বহাল রাখতে সক্ষম হবে। তারা তাঁদের কার্যকালে বিদ্যমান নিজস্ব কার্যালয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ সহ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। আমরা নূতন নেতৃত্বকে অভিনন্দন জানাই। কোনো অবস্থাতেই নির্দিষ্ট মেয়াদের বাইরে এ কমিটি দায়িত্বপালনের মানসিকতা পোষণ করবে না তথা ক্ষমতা কুক্ষিগত করার হীন চিন্তা করবে না এবং কর্মমুখরতায় প্রেসক্লাবকে সমৃদ্ধ করে স্বেচ্ছায় বিদায় নিবে--আমরা এমনটাই প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়