প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে নূরজাহান আঃ রব মিয়া ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। গত ৮ জুন হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আঃ রব মিয়া খোকন বিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন রিপন। ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সফিউল আলম ও ইঞ্জিনিয়ার মোঃ সাখাওয়াত হোসেন। মেডিকেল অফিসার হিসেবে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন, আগত রোগীদেরকে আন্তরিকতার সাথে পরামর্শ এবং আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে পরামর্শ প্রদান করেন বারডেমণ্ডএর গাইনী ও অবস্, আলট্রাসনোগ্রাফি বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা রশিদ সারাহ্ এবং একই বিভাগের ডাক্তার আবু মুসা। মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইমাম হোসাইন টিটু।
হাজীগঞ্জ উপজেলায় কর্মরত চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি আলমগীর কবির ফ্রী মেডিকেল সংক্রান্ত এ সংবাদটি পরিবেশন করেছেন, যেটি গতকাল শনিবার ছাপা হয়েছে। এতে পাঠক গতানুগতিকতা ছাড়া আর কিছু খুঁজে পাওয়ার কথা নয়। সংবাদটি একটু মনোযোগ দিয়ে পড়লে উপলব্ধি করা যায়, যাঁদের নামে ফাউন্ডেশনটি গঠন করা হয়েছে, তাঁদের একজন ফ্রী মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেছেন। তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আঃ রব মিয়া খোকন বিএসসি। তাঁর সুসন্তানরা তাঁর ও তাঁর স্ত্রীর নামে ফাউন্ডেশনটি তাঁদের জীবদ্দশায় গঠন করে কল্যাণধর্মী কাজ শুরু করে দিয়েছেন। এটা পিতামাতার প্রতি ভক্তি-শ্রদ্ধা পোষণ ও প্রদর্শনে সন্তানদের আত্যন্তিক ঔদার্যের পরিচায়ক, যেটি অন্যদের জন্যে অনুসরণযোগ্য। জনাব খোকন বিএসসির চেয়ে অনেক অনেক বিখ্যাত ব্যক্তির জীবদ্দশায় দূরে থাক, মৃত্যুর পর ঔরসজাত সন্তানরা কিংবা স্বজন ও একান্ত সুহৃদরা স্মৃতি সংসদ/ ফাউন্ডেশন তো গড়েই না, মৃত্যুবার্ষিকী পর্যন্ত পালন করে না। এটি অর্থাভাব নয়, সদিচ্ছার অভাবেই যে করে না সেটা খোলসা করে বলার প্রয়োজন পড়ে না। তিক্ত হলেও সত্য এই যে, এমন দুর্ভাগা পিতা/মাতার সংখ্যা চাঁদপুরে উল্লেখযোগ্য পরিমাণই রয়েছেন; সারাদেশের চিত্রটা তুলে না-ই ধরলাম।