রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০

বড্ড মর্মান্তিক এমন হতাহতের ঘটনা

বড্ড মর্মান্তিক এমন হতাহতের ঘটনা
অনলাইন ডেস্ক

অনেক খবরের ভিড়ে বিশেষ করে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের খবরের মধ্যেই গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত একটি খবর আমাদের নজর কেড়েছে। ‘শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩’ শিরোনামের খবরটিকে গতানুগতিক মনে হলেও এর ভেতরে যে মর্মান্তিকতা রয়েছে, তা অনেকের হৃদয়েই রক্তক্ষরণ ঘটিয়েছে। খবরটিতে মোঃ মঈনুল ইসলাম কাজল লিখেছেন, শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তিন যাত্রী হয়েছেন আহত। ১ জুন বৃহস্পতিবার শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা)-চাটখিল সড়কের নুনিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরিংপুর হতে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা উপজেলা সদরে আসার পথে দুর্ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ সড়কের পাশ থেকে মাটিবাহী মিনি ট্রাক সিএনজিকে সজোরে ধাক্কা মারলে তা উল্টে যায়। এতে সিএনজিতে থাকা চার নারী গুরুতর আহত হন। আহতদের দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ফাতেমা বেগম (৬০)কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আহত নুরজাহান (৪৯), ফরিদা আক্তার (৬০), রাশেদা বেগম (৫০)--তারা সকলেই শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের পূর্ব তফদার বাড়ির বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, ওইদিন শাহরাস্তি উপজেলা সদরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

গ্রাম থেকে উপজেলা সদরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রওনা দিয়ে পথিমধ্যে শাহরাস্তির প্রতিবেশী চার নারী সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হতাহত হবার ঘটনাটি খুবই মর্মান্তিক। সম্ভবত স্বামী/পরিবারের কর্তাব্যক্তি কিংবা সন্তানদের কর্মব্যস্ততাহেতু এই চার নারী ডাক্তার দেখাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেরা শুধু বিপর্যস্ত হননি, স্ব স্ব পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিলেন। যে বিপর্যয় কাটিয়ে ওঠাটা সংশ্লিষ্ট সকল পরিবারের জন্যে অনেক কষ্টকর হবে। আমরা এমন বিপর্যয় ও কষ্টকর পরিস্থিতি এই পরিবারগুলো যাতে দ্রুত কাটিয়ে উঠতে পারে, সেজন্যে মহান সৃষ্টিকর্তার দরবারে ঐকান্তিকভাবে প্রার্থনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়