রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৩

চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীরা পেলো বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের শীতের পোশাক

চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীরা পেলো বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের শীতের পোশাক
চাঁদপুর কন্ঠ রিপোর্ট

পৌর এলাকার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে শীতের পোশাক বিতরণ করেছে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন। সংগঠনটির প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শহরকে পরিষ্কার ও বাসযোগ্য রাখতে নিরলসভাবে কাজ করা এই কর্মীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন-এর সদস্যরা সরাসরি তাদের কর্মস্থলে গিয়ে শীতের পোশাক প্রদান করেন। এ সময় পরিচ্ছন্নতা কর্মীরা এই মানবিক উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে হুডি বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

এ সময় বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন তানজিনা আক্তার, আমেনা তাবাসসুম এনি, নিশিতা সূত্রধর, আতিক মোহাম্মদ রাহাদ, লাবনি আক্তার, উম্মে হাবিবা, মার্জান আক্তার, আবদুর রহিম রাজুসহ আরও অনেকে।

বদলাও ইয়ূথ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির নিয়মিত সামাজিক দায়বদ্ধতার অংশ। শুধু তরুণ উন্নয়নেই নয়, বরং সামগ্রিক সামাজিক স্বাস্থ্য, মানবিক মূল্যবোধকল্যাণ নিশ্চিত করতেও সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়