প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১৪:১৮
উদ্যোগটি ছোট, তবে সময়োপযোগী

lচঁাদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠটি হকারমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় এ মানববন্ধনের আয়োজন করা হয় শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকারে’র সামনে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ আল মামুন, মো. মোকবুল হোসেন, চঁাদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সভাপতি, সাবেক ক্রিকেটার সাংবাদিক কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. আশরাফুল আরিফ, সাবেক ক্রিকেটার টুমু কাজী, মিজানুর রহমান, মনির হোসেন, মোহাম্মদ ইয়াসিন ও মো. আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন চঁাদপুরের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ আরো অনেকে।
হাসান আলী হাই স্কুল মাঠে দাপটের সাথে চলে চটপটি-ফুচকার ব্যবসা। চেয়ার বসিয়ে মাঠ দখল করে ক্রেতাদের খেতে দেয়া হয়। আর কাপড় বিক্রেতারা তো বসিয়েছে বিরাট হাট। পিঠা বিক্রেতা, ঝাল মুড়ি বিক্রেতা, বাদাম-বুট বিক্রেতাসহ বিভিন্ন জিনিস বিক্রেতার সাথে সাথে ফুলের দোকানদার, বিয়ের সরঞ্জাম ভাড়া প্রদানকারীদের দখলদারিত্ব তো আছেই। উপর্যুপরি আছে বিভিন্ন যানবাহনের অস্থায়ী পার্কিং। স্কুল কর্তৃপক্ষের এ মাঠটির ওপর ন্যূনতম নিয়ন্ত্রণ নেই। দেখলে মনে হয়, মালিকানাহীন কিংবা বেওয়ারিশ একটি মাঠই হচ্ছে হাসান আলী হাই স্কুল মাঠ। এ মাঠের চারপাশে সীমানা দেয়াল না থাকায় এই অবাধ দখলদারিত্ব চলছে বছরের পর বছর, যুগের পর যুগ। এর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা কেবল কথা বলছে, অন্য কেউ কথা বলছেই না বলা চলে। স্মরণকালে এই প্রথম বুধবার মাঠটিকে হকারমুক্ত করার জন্যে মানববন্ধন করা হয়েছে নিতান্তই ক্ষুদ্র উদ্যোগে। তবে হকারমুক্ত নয়, মাঠটিকে সামগ্রিকভাবে দখলমুক্ত করার বিষয়টিই এ মানববন্ধনের মাধ্যমে ফুটে উঠেছে, যেটা অবশ্য অবশ্যই সময়োপযোগী।




