শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮

বিজয় দিবসে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলাদ ও দোয়া

স্টাফ রিপোটার।।
বিজয় দিবসে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলাদ ও দোয়া
বিজয় দিবসে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাতরত সংগঠনের নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে এবং সংগঠনের সদস্যদের পিতামাতা ও অন্যদের জন্যে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বাদ আসর চাঁদপুর শহরের কোড়ালিয়াস্থ হাজী শরিয়ত উল্লাহ জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়ায় মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা তোহা খান।

মিলাদে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এসএম সোহেলের বাবা শফিক তাইনী, কার্যকরী সদস্য কে এম মাসুদের বাবা মরহুম কে এম মিজানুর রহমান ও সাধারণ সদস্য কামরুল ইসলামের ভাতিজা সহ সংগঠনের মৃত এবং অসুস্থ আত্মীয়-স্বজনদের জন্যে দোয়া করা হয়।

মিলাদ ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এম এ লতিফ, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী ইমাম হাসান, কার্যকরী সদস্য মিজান লিটন, কে এম মাসুদ, অভিজিৎ রায়, সদস্য আলমগীর হোসেন পাটওয়ারী, কামরুল ইসলাম, কে এম সালাউদ্দিন, আ. রহমান গাজী, আশিক বিন রহিম, বাদশা ভূঁইয়া, ইব্রাহিম খান, সাংবাদিক সুজন চৌধুরী, মাসুদ রানা, সবুজ গাজীসহ স্থানীয় মুসল্লিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়