প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০১:৩০
দাসদীতে দিনের বেলা ২০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের দাসদী অভয় বাবুর দিঘির উত্তর পাড়ে মো. মিজান মালের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
|আরো খবর
দৈনিক চাঁদপুর কণ্ঠকে ভুক্তভোগী মিজান মাল জানান, শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দুপুরের দিকে পরিবার নিয়ে আত্মীয়ের বিয়েতে যাই। তারপর সন্ধ্যায় বাড়িতে এসে দেখি, মূল দরজার তালা নেই, খোলা! তারপর ঘরে প্রবেশ করে দেখি, আলমিরা খোলা এবং আমার ও শ্যালিকার প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, ৪৫ ইঞ্চি এলইডি টিভি নিয়ে গেছে চোর।
তিনি কান্নাজড়িত কণ্ঠে আরো জানান, এলাকায় এমন চুরির ঘটনা ঘটে যাবে তা ভাবতেই পারি নি। নিজের স্ত্রী, সন্তানের স্বর্ণ ছিলো ঠিক, কিন্তু আমার শ্যালিকার স্বর্ণগুলোর কী হবে বলে পাগলের ন্যায় কথা বলেন।
এদিকে চুরি হবার ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে মিজান মালের বাড়িতে এলাকার আশপাশের মানুষ ছুটে আসে চুরির আলামত দেখার জন্যে।
এই চুরির ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ