প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৮:৪৬
হেরার আলো
অনলাইন ডেস্ক
১১-সূরা হুদ ১২৩ আয়াত, ১০ রুকু, ‘মক্কী’
৪৬। তিনি বলিলেন, ‘হে নূহ্! সে তো তোমার পরিবারভুক্ত নহে। সে অবশ্যই অসৎকর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে আমাকে অনুরোধ করিও না। আমি তোমাকে উপদেশ দিতেছি, তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও।’