প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০১:০১
শোভাযাত্রা, সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনায় বর্ণিল আয়োজন
কুমিল্লায় 'রাঙাপ্রভাতে'র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে বর্ষপরিক্রমায় কালীপদ মেমোরিয়াল কালচারাল একাডেমির নান্দনিক শিল্প গোষ্ঠী 'রাঙাপ্রভাত' কুমিল্লা'র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) কুমিল্লা নগর উদ্যান সংলগ্ন কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে বিকেল ৬টায় আয়োজিত
|আরো খবর
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা কবি নজরুল ইনস্টিটিউট হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউটে এসে শেষ হয়।
এর আগে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার সৎগতি কামনা ও আহতদের সুস্থতা কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর প্রদীপ প্রজ্জ্বলন শেষে স্বাগত বক্তব্য রাখেন 'রাঙাপ্রভাত'-এর সাধারণ সম্পাদক এম এ তাহের।
এ অনুষ্ঠানে লালমাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান ও মুরাদনগর শ্রীকাইল ডিগ্রি কলেজের অধ্যাপক (অব.) শ্যামাপ্রসাদ ভট্টাচার্য্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কালীপদ মেমোরিয়েল কালচারাল একাডেমীর একটি অঙ্গ সংগঠন 'রাঙাপ্রভাত'-এর কার্যকরী পরিষদের নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত পরিষদের নেতৃত্বে রয়েছেন: সভাপতি: এম এ কাইয়ুম খান নির্বাহী সভাপতি: ডা. মৃণাল কান্তি ঢালী সহ-সভাপতি: এম এ তাহের, কাজী খোরশেদ আলম, অনামিকা দেব, সুষমা সেন সাধারণ সম্পাদক: বিমল আইচ সহ-সাধারণ সম্পাদক: মো. কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক: জাহিদুর রহমান মামুন সহ-সাংগঠনিক সম্পাদক: পুলক সিনহা অর্থ সম্পাদক: সালাউদ্দিন মিন্টু দপ্তর ও প্রচার সম্পাদক: এন কে রিপন সাংস্কৃতিক সম্পাদক: ইমরান হাসান খান কার্যকরী সদস্য: ইমরান মাসুদ, গৌতম দাস, নেপরিন দাস, বদরুল আলম সোহেল
অনুষ্ঠানে 'রাঙাপ্রভাত' এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসিকে/এমজেডএইচ