সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ৩০ জুন ২০২১, ১৮:২৮

নারায়ণপুর ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসুচি পালন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুর ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসুচি পালন

‘প্রধানমন্ত্রীর আহ্বান বেশি করে গাছ লাগান’ এ শ্লোগান বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে। কলেজ গভর্নিং বডির সদস্য মো. শাহিদ খালেদ শামসু প্রধানের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রকার ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সকাল ১১ টায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিনের উপস্থাপনায় বৃক্ষরোপণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. শাহিদ খালেদ শামসু প্রধান, অভিভাবক সদস্য আবু সায়েম মাস্টার, হিতৈষী সদস্য মো. রাসেল প্রধান, কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক ড. আফম সাইফর রহমন ভূঁইয়া প্রভাষক মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া।

বক্তারা গাছের বিভিন্ন উপকারি দিক তুলে ধরেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে কলেজের শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়