বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৬:১৯

সৌদিতে চুক্তিভঙ্গ করে ১২ লক্ষাধিক টাকার হোটেল ভাড়া আত্মসাৎ

অভিযুক্ত ফরিদগঞ্জের খোরশেদ পলাতক

মোহাম্মদ সানাউল হক
সৌদিতে চুক্তিভঙ্গ করে ১২ লক্ষাধিক টাকার হোটেল ভাড়া আত্মসাৎ
ছবি : পলাতক খোরশেদ

সৌদি আরবের রাজধানী রিয়াদে হোটেল ভাড়া নেওয়ার পর চুক্তিভঙ্গ করে প্রায় ৩৮ হাজার সৌদি রিয়াল আত্মসাৎ করে পালিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। অভিযুক্ত খোরশেদ আলম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা। ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মালিক তাজুল ইসলাম গাজী রিয়াদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, কিছুদিন আগে তার মালিকানাধীন হোটেলটি চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া দেন প্রবাসী খোরশেদ আলমের কাছে। সাক্ষী ও কাগজপত্রসহ সম্পন্ন হওয়া সেই চুক্তিতে স্পষ্ট উল্লেখ ছিলো, খোরশেদ আলম প্রতি মাসে মোট ১৮ হাজার সৌদি রিয়াল পরিশোধ করবেন।

এই টাকার মধ্যে হোটেলের ভাড়া ছাড়াও গ্যাস, পানি ও ইকামা প্রক্রিয়ার খরচ অন্তর্ভুক্ত ছিল।

কিন্তু গত দুমাস ধরে খোরশেদ আলম কোনো ভাড়া পরিশোধ না করেই হঠাৎ করে গত রোববার (১৩ জুলাই ২০২৫) দিবাগত রাতে দোকানে তালা লাগিয়ে পালিয়ে যান। এতে তাজুল ইসলামের প্রায় ৩৮ হাজার ৭৮০ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় আনুমানিক ১২ লাখ ৮০ হাজার টাকা) ক্ষতি হয়।

খোরশেদ আলমের হঠাৎ গায়েব হয়ে যাওয়ার পর যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হলে তাজুল ইসলাম স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছেও তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এছাড়াও তিনি জানান, "আমি বিশ্বাস করে তাকে হোটেলটি ভাড়া দিয়েছিলাম। কিন্তু সে কোনো ভাড়া না দিয়ে চুরি করে চলে গেছে। আমি পুলিশের কাছে অভিযোগ করেছি এবং আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি।"

ঘটনাটি রিয়াদসহ সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

অনেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "এ ধরনের প্রতারক প্রবাসীদের বদনাম করছে। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।"

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়