প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২০:২১
ফরিদগঞ্জে উল্টো রথযাত্রা সম্পন্ন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শেষদিন ফরিদগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার (৫ জুলাই ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়াস্থ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রাটি বের হয়, যেটি উপজেলা সদর দাসপাড়াস্থ রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।
|আরো খবর
উল্টো রথযাত্রা উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, দাসপাড়া মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস ও রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক লিটন স্বর্ণকার।