প্রকাশ : ২৫ মে ২০২৫, ২১:৩১
ভূমি অফিসে ঝুলছে তালা, পাশেই 'জরুরি ঘোষণা' !

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনিয়ম আর বৈষম্যের অভিযোগ যেনো প্রতিদিনই বেড়েই চলেছে। এমন অভিযোগ করছেন ভুক্তভোগী এলাকাবাসী। রোববার (২৫ মে ২০২৫) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় গিয়ে দেখা যায় অফিস কক্ষে ঝুলছে বড়ো তালা। আর তালার পাশেই একটি সাদা কাগজে 'জরুরি ঘোষণা'র একটি বিজ্ঞপ্তি লাগানো রয়েছে—যা সম্পূর্ণ অনানুষ্ঠানিক। কে বা কারা এই 'জরুরি ঘোষণা' লাগিয়েছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। ভূমি অফিসে সেবা নিতে আসা এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'খারিজ করতে আইছি, অথচ খারিজ করাইতে পারি না। আজকে এক সমস্যা, কালকে আরেক সমস্যা—এইভাবে কইরা এক মাস পার হইয়া গেছে। অফিস খোলা পাই কিন্তু অফিসার নাই। ভাই, জানেন না গরিবের কত জ্বালা!' এ বিষয়ে জানতে চাওয়া হলে মো. শাহীন পাটওয়ারী (অফিস সহায়ক, বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিস) জানান, আমরা নিয়মিত অফিস করি। ভূমি বিষয়ক সকল সেবা মানুষকে পৌঁছে দিতেই আমরা নিরলস কাজ করছি। তিনি আরো জানান, বর্তমানে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩দিনব্যাপী ভূমি মেলা চলছে। এ মেলা রোববার শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলবে। সেখানে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন একসাথে অংশ নিচ্ছে। এজন্যে অফিস বন্ধ থাকলেও যাতে কেউ ফিরে না যায় বা দ্রুত সেবা পায়, সে উদ্দেশ্যে আমি অফিসে আমার ফোন নাম্বার দিয়ে মেলায় আসার অনুরোধ জানিয়েছি। তবে প্রশ্ন থেকে যায়—যদি অফিস বন্ধ থাকে, তবে তা কি যথাযথভাবে নোটিস দিয়ে জানানো উচিত নয়? জরুরি ভিত্তিতে সেবার প্রয়োজন হলে কীভাবে তা নিশ্চিত করা হবে—এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে বলে এএম জোবায়ের আহমেদ ফেসবুকে পোস্ট করেছেন-- অফিস কক্ষে ঝুলছে বড়ো তালা। অথচ তালার পাশেই একটি সাদা কাগজে জরুরি ঘোষণার একটি বিজ্ঞপ্তি লাগানো রয়েছে, যা সম্পূর্ণ অনানুষ্ঠানিক। এটি পোস্ট করায় মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।