রবিবার, ২৫ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৩:২৯

তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

ভূমি ব্যবস্থাপনাকে অনলাইনভিত্তিক করায় জবাবদিহিতা ও নাগরিক সেবায় গতি এসেছে

............জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

কবির হোসেন মিজি
ভূমি ব্যবস্থাপনাকে অনলাইনভিত্তিক করায় জবাবদিহিতা ও নাগরিক সেবায় গতি এসেছে

'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। রোববার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ফিতা কেটে মেলার উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী এই মেলায় সর্বমোট ১০টি সেবা স্টল রয়েছে, যেখানে নাগরিকদের সরাসরি সেবা প্রদান করা হচ্ছে।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকরামুল সিদ্দিক, চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অন্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, বর্তমানে জমির খারিজ বা নামজারি করতে সরাসরি অফিসে না এসে অনলাইনে আবেদন করা যাচ্ছে। সম্পূর্ণ ভূমি ব্যবস্থাপনাকে অনলাইনভিত্তিক করার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সেবায় গতি এসেছে। আগে যে কাগজপত্র নিয়ে সংশয় থাকতো, এখন সেগুলো অনলাইনেই সংরক্ষিত রয়েছে।

তিনি আরও বলেন, রেকর্ড রুমে প্রতিদিন অসংখ্য আবেদন জমা পড়ে, আমরা সেগুলো নির্ধারিত সময়েই নিষ্পত্তি করি। কিন্তু অনেকেই আদালতপাড়ার দালালদের মাধ্যমে কাজ করাতে গিয়ে প্রতারিত হন, এতে সেবার বদনাম হয়। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিতে গিয়ে যদি কেউ ঘুষ দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানাতে হবে। তিনি সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকদের উদ্দেশে বলেন, ভূমি সেবা এখন হাতের নাগালে। তাই সবাইকে অনলাইনের মাধ্যমেই সেবা নিতে আহ্বান জানাচ্ছি, যেন হয়রানি কমে এবং সরকারি সেবার মান বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সাধারণ মানুষের জীবনকে সহজ ও সাশ্রয়ী করার কাজ করে যাচ্ছে। ভূমি মেলা সেই প্রচেষ্টারই বাস্তব রূপ, যা নাগরিকদের মধ্যে সচেতনতা ও আস্থা তৈরি করছে।

মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্যে মেলা উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, ভূমি মেলার সেবা স্টলগুলোতে রয়েছে : নামজারি আবেদন ও অনুলিপি প্রদান, বিএস খতিয়ান ও জমির নকল সরবরাহ, অর্পিত সম্পত্তির লিজ মানি গ্রহণ, ভূমি অধিগ্রহণ শাখায় ক্ষতিপূরণ আবেদন গ্রহণ ও চেক প্রদানসহ ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়