বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২১ মে ২০২৫, ০৯:২১

সাহিত্যের কাগজ ‘জানালা’র গীতিকবিতা সংখ্যা : শব্দ ও সুরের অপার মেলবন্ধন

অনলাইন ডেস্ক
সাহিত্যের কাগজ ‘জানালা’র গীতিকবিতা সংখ্যা : শব্দ ও সুরের অপার মেলবন্ধন

বাংলাদেশের সাহিত্য ও সংগীতপ্রেমীদের জন্যে অনন্য এক উদ্যোগ নিয়ে আবারও পাঠকের সামনে উপস্থিত হলো কবির হোসেন মিজি সম্পাদিত অনিয়মিত সাহিত্য ম্যাগাজিন ‘জানালা’। এবারের সংখ্যা গীতিকবিতাকে কেন্দ্র করে সাজানো হয়েছে অত্যন্ত যত্ন আর ভালোবাসায়। এই সংখ্যায় গান ও গানের ওপর প্রবন্ধ নিয়ে সাজানো হয়েছে।

সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ‘জানালা’র গীতিকবিতা সংখ্যায় দেশের প্রথিতযশা গীতিকবিরা একত্রিত হয়েছেন, তাদের মেধা ও হৃদয় ঢেলে দিয়েছেন এই সংখ্যার পাতায় পাতায়। রয়েছেন বাংলা গানের কিংবদন্তি গীতিকার মিল্টন খন্দকার, কবির বকুল, লিয়াকত আলী বিশ্বাস, মিলন খান, হাসান মতিউর রহমান, অনুরূপ আইচ, দেলোয়ার আরজুদা শরফ, প্লাবন কোরেশী, নীহার আহমেদ, জীবন মাহমুদ, রবিউল আউয়াল, ফকির হযরত সাহা, কৃষ্ণ দাস প্রমুখ। তাঁদের লেখা গানসমূহ শুধু সংগীতপ্রেমীদের নয়, সাহিত্যানুরাগীদের মনেও বিশেষ দাগ কাটবে বলে আশা করা যায়।

এছাড়াও এতে স্থান পেয়েছে নতুন প্রজন্মের প্রতিভাবান গীতিকবি, অনুবাদক ও লেখকদের হৃদয়স্পর্শী সৃষ্টিকর্ম। কারো কলমে প্রেমের প্রথম স্পর্শ, কারো লেখায় বিরহের হাহাকার, আবার কারো গানে উঠে এসেছে সময় ও সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি। এই বৈচিত্র্যই ‘জানালা’র গীতিকবিতা সংখ্যাকে করে তুলেছে অনন্য ও স্মরণীয়।

সম্পাদক হিসেবে কবির হোসেন মিজি নিজেই দীর্ঘ সময় ধরে একনিষ্ঠ শ্রম ও ভালোবাসা দিয়ে সংখ্যাটি পরিপূর্ণ করেছেন। তাঁর সম্পাদনায় গীতিকবিতার এই সংখ্যাটি একদিকে যেমন সংগীতের ইতিহাসে একটি মূল্যবান সংযোজন, তেমনি সাহিত্যের ক্ষেত্রেও এক নতুন মাত্রা।

‘জানালা’ শুধুই একটি ম্যাগাজিন নয়, এটি একটি অনুভবের জানালা—যেখানে পাঠক উঁকি দিয়ে দেখতে পান হৃদয়ের না বলা গানগুলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়