শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৪:০৯

সাংবাদিক আরিফ বিল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

রেদওয়ান আহমেদ জাকির
সাংবাদিক আরিফ বিল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত
ছবি: সাংবাদিক আরিফ বিল্লাহ

মতলব দক্ষিণের নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি মুহাম্মদ আরিফ বিল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১ মে ২০২৫) বিকেলে কচুয়া উপজেলার কোয়া চাঁদপুর নামক এলাকায় রাস্তায় বিছানো ইরি ধানের খড়ে মোটরসাইকেলের চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মুহাম্মদ আরিফ বিল্লাহর বাম পায়ের হাড় ফেটে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত সাংবাদিক আরিফ বিল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মতলব দক্ষিণ উপজেলা থেকে কচুয়া উপজেলায় ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে যাচ্ছিলাম। পথিমধ্যে কচুয়া উপজেলার কোয়া চাঁদপুর নামক এলাকায় রাস্তায় বিছানো গোখাদ্যে (খড়) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যাই। এতে বাম পায়ে মারাত্মক আঘাত পাই। ।

আহতাবস্থায় স্থানীয়রা আরিফ বিল্লাহকে উদ্ধার করে কচুয়া মক্কা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নারায়ণপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাসায় অবস্থান করছেন। দ্রুত সুস্থতার জন্যে সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়