শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৯:১৬

নৌকায় দোল খায়

সৌখিন ফটোগ্রাফার : উজ্জ্বল হোসাইন, আইটি কর্মকর্তা, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, চাঁদপুর।
নৌকায় দোল খায়
যান্ত্রিক নৌকায়, দোল খেতে খেতে গন্তব্যে ছুটছে মাঝি। দূর দরিয়ায় দৃষ্টি দুই নৌ যাত্রীর। ঘোলা জলে ছুটছে তরী, বৈঠা ধরে বসে আছেন মেঘনার দক্ষ নাবিক। নদীই তাঁদের জীবন, নদীতেই জীবিকা। নদীর জল, জাল, বৈঠার প্রেমে তাঁরা ভাসে যুগ যুগ ধরে। একই নদী, একই নৌকা। কেউ ভাসে আনন্দ আহরণে, কেউ ভাসে জীবিকার কারণে। লোকেশন : ডাকাতিয়া নদী, চাঁদপুর।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়