রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ০৯:৩০

অচল নৌকার সচল রূপ

সৌখিন ফটোগ্রাফার : জাহিদ হোসেন গাজী, শিক্ষার্থী, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
অচল নৌকার সচল রূপ
মেঘনার পাড়ে আকাবাঁকা সবুজ ঘাস, তার উপরে তিনটি রাজহাঁস শামুকের সন্ধানে। মানচিত্র সদৃশ সবুজ স্থলের ফাঁকে যে জলের গহ্বর তাতে অর্ধ ডোবা একটি অচল নৌকা। মাঝি নেই, মেঝে নেই, বৈঠা নেই, নেই সেই যৌবনের পাল; মানুষের বার্ধ্যক্যের মতই নৌকাটি পার করছে অকাল। তবুও তার কালো রূপ দৃষ্টি এড়ায় না কারও। প্রশস্ত মেঘনার পাড়ে, রণগোয়ালের ধারে, থৈ থৈ জলে নৌকাটি বাড়িয়ে দিয়েছে মেঘনার সৌন্দর্য। নৌকা অচল হলেও তার সচল রুপ আপ্লুত করে প্রকৃতপ্রেমীদের। দৃশ্যপট : রণগোয়াল, পুরাণবাজার, চাঁদপুর। 
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়