সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ০৯:৫১

আমরা আমাদের নিজেকে ছোট করি কিভাবে জানেন?

অনলাইন ডেস্ক
আমরা আমাদের নিজেকে ছোট করি কিভাবে জানেন?

কাউকে Criticize বা ছোট করে কথা বলতে পারলেই মনে হয় আমি অনেক বড় কিছু হয়ে গেছি। আমি অনেক জ্ঞানী। কারণ অন্যের সামনে আমরা নিজেদেরকে একটু বড় করতে যাই। This is a complete misconception. আমরা যারা ফেসবুকিং করি আমাদের প্রত্যেকেরই মোটামুটি বয়স হয়েছে একটু নমনীয় হইতে শিখুন, অন্য দেশেকে সাপোর্ট করতে গিয়ে যে পরিমাণ উগ্রতা দেখাচ্ছেন এইসব কোনোদিনই একজন ভালো মানুষের পরিচয় হইতে পারে না। খেলা শুধুমাত্র বিনোদন! ঐ বিনোদনটুকু যাতে সীমার বাহিরে না যায় আমাদের প্রত্যেকেরই এই হিতাহিত জ্ঞান থাকাটা দরকার। খেলার মধ্যে হার জিত আছেই, সবাই তো আর কাপ জিতবে নাহ। যে ভালো খেলবে সেই কাপ নিবে that's simple. একদল হারলে আরেক দলের কি যে লাফালাফি, মোট কথা সোশ্যাল মিডিয়াতে ডুকা ই যায় নাহ। এর মধ্যে ধর্ম, জাতি, গোষ্ঠী টেনে এনে কাউকে হেয় করে আপনার মনে যেই প্রশান্তি আসে। এই সামান্য প্রশান্তি টুকুই একটা সময় আপনার সম্মানহানির কারন হয়ে দাঁড়াবে! একটা কথা মনে রাখা উচিৎ বলে আমি মনে করি Manners make the man.. আপনি কোন বংশ থেকে আসছেন তা আপনার ব্যবহারেই বলে দেয়। So, Be Careful.

আমরা এখানে অধিকাংশই মুসলমান ইসলামের দৃষ্টিতে একটু ভাবলে দেখা যায়-আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) বলেন,‘কোনো ব্যক্তির মন্দ প্রমাণিত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার অন্য মুসলমান ভাইকে তুচ্ছজ্ঞান করে।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪২১৩)

সো এই খেলা নিয়ে ছোটখাটো বিষয়গুলো আমরা কমপ্লিকেটেড না করি। আমার মনে হয় এই দিক গুলো ফলো করলে আখেরে আপনারই ভালো হবে।

✍️রাসেল হোসেন বাবু, ইউনিভার্সিটি অফ জিওমেটিকা মালোশিয়া

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়