বুধবার, ০৭ মে, ২০২৫  |  
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ২২:৩৩

তিন মাসের শিশুও করোনায় আক্রান্ত : এক সপ্তাহে ১০জন শিশু আক্রান্ত

অনলাইন ডেস্ক
তিন মাসের শিশুও করোনায় আক্রান্ত : এক সপ্তাহে ১০জন শিশু আক্রান্ত
ছবি : সংগৃহিত

করোনা বয়স্কদের রোগ। অর্থাৎ করোনাভাইরাস বয়স্কদের আক্রান্ত করে এমনটাই ধারণা ছিলো সবার। কিন্তু না। করোনার দ্বিতীয় ঢেউ এই ধারণা পাল্টে দিলো। শিশুরাও এখন আক্রান্ত হচ্ছে। তারা পরিবারের সদস্যদের থেকেই সংক্রমিত হচ্ছে।

গত এক সপ্তাহে তিন মাস থেকে ১৬ বছর বয়সী দশজন শিশু করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গেলো চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে। এই হাসপাতালের শিশু ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডাঃ বিপ্লব দাস গতকাল দুপুরে এই প্রতিবেদককে প্রসঙ্গক্রমে শিশুরাও করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি বলেন। তখন তাঁর কাছ থেকে জানা গেলো তিন মাস থেকে ১৬ বছরের দশজন শিশু গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ার তথ্য।

ডাঃ বিপ্লব জানান, গত রোববার হাসপাতালের শিশু ওয়ার্ডে তিনি আরিফা নামে সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মাঝে করোনার সিমটম দেখলে তার নমুনা পরীক্ষা করান। রিপোর্টে পজিটিভ আসে। তিনি জানান, শিশুটি তার মার থেকে সংক্রমিত হয়েছে। তাদের বাড়ি হাজীগঞ্জের ওড়পুর গ্রামে। এছাড়া ফরিদগঞ্জের আইয়েন আলম (৫), একই উপজেলার রেজাউল (৫ বছর ১১ মাস), চাঁদপুর সদরের মাহী (৩), চাঁদপুর শহরের নাজিরপাড়ার জান্নাতুল মুনতাহা (৭), একই পাড়ার অরিন্দম ঘোষ (১২), হাইমচর চরভৈরবীর ওহী (৮), চাঁদপুর শহরের পালপাড়ার তাহমিদ হোসাইন (৯), কোড়ালিয়া এলাকার সৌরভ ঢালী (১৬) এবং চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের নুসাইবা (১১)।

ডাঃ বিপ্লব জানান, আক্রান্ত শিশুদের বাড়িতেই পরিবারের সদস্যদের সাথে রাখা হয় এবং আমাদের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসা চলে। তিনি আক্ষেপ করে বললেন, আমাদের অসচেতনতার কারণে অবুঝ শিশুরাও আজ করোনায় আক্রান্ত হচ্ছে। তাই তিনি সকলকে সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়