প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২৩:২২
মানবিক আবেদন : অটোরিকশা চালক তপনের পাশে দাঁড়াই

অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়ে জীবনযুদ্ধের এক কঠিন সময় পার করছেন কুমিল্লা মুরাদনগর উপজেলাধীন দড়িকান্দি গ্রামের বাসিন্দা মৃত মনিন্দ্র চন্দ্র সরকারের ছোট ছেলে তপন চন্দ্র সরকার (৪৬)।
তিনি গেলো ২৬ জুলাই ২০২৫ শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর চকবাজার হতে শাসনগাছা হয়ে আলেখাচর বিশ্বরোড যাত্রী নিয়ে যাওয়ার সময় পেছন থেকে লাব্বাইক নামক একটি বাস সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং অটোরিকশাটি উল্টে যায়। তাৎক্ষণিক এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে তার ব্যবহৃত মোবাইল থেকে নম্বর বের করে আত্মীয় স্বজনদের সংবাদ দেন। দীর্ঘদিন ধরে কুমেক হসপিটালে চিকিৎসার অভাবে ভুগছেন। চিকিৎসার খরচ চালাতে গিয়ে সর্বস্ব বিক্রি করে আজ নিঃস্ব হয়ে পড়েছেন। তবু থেমে নেই তার বেঁচে থাকার সংগ্রাম। তার পা ও কোমরের হাড় ভেঙ্গে যাওয়ায় অপারেশন করতে লাগবে প্রায় লক্ষাধিক টাকার মতো। তিনি একজন ভালো আর্টিস্টও। তাছাড়া তার স্ত্রীও দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন।
এই মুহূর্তে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার একটু সহানুভূতি আর সহায়তা হতে পারে তার জীবনের নতুন আশার আলো।
আসুন, আমরা সবাই একসাথে মানবতার হাত বাড়িয়ে দিই। যোগাযোগ:
তাপস চন্দ্র সরকার
01846-392055 (বিকাশ নম্বর পার্সোনাল)
আপনার সাহায্যের এক টুকরো আশ্বাস তপন চন্দ্র সরকারের জীবনে ফিরিয়ে আনতে পারে শান্তির নিঃশ্বাস।
নিউজটি শেয়ার করুন, পাশে দাঁড়ান, জীবন বাঁচান।