প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৯
হাদির মৃত্যুর খবরে মধ্যরাতে চাঁদপুর শহর উত্তাল
বিক্ষুব্ধ ছাত্র-জনতার বিক্ষোভ, সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, আ'লীগ অফিসে আগুন, হামলায় আহত ১

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে
|আরো খবর
২০২৪-এর জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে মধ্যরাতে চাঁদপুর শহর উত্তাল হয়ে উঠে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাস্তায় নেমে বিক্ষোভ করে। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় কে বা কারা চাঁদপুর
শহরের বাস স্ট্যান্ডস্থ ফয়সাল মার্কেটের ভেতরে ছাত্রলীগ নামধারী জুটনের ওপরে হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আহত
জুটনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
ঘটনা সূত্রে জানা যায়,
ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথে বিক্ষুব্ধ ছাত্র-জনতা চাঁদপুর শহরের পৌর বাস স্ট্যান্ড এলাকায় সমবেত হয়ে সেখানে তারা নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে রাখে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় বিক্ষুব্ধ
ছাত্র-জনতার ক'জন ফয়সাল মার্কেটের ভেতরে সাবেক ছাত্রলীগ কর্মী জুটনের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। এক পর্যায়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জুটনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
এদিকে মধ্যরাতে চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে বাইতুল আমিন মসজিদ চত্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি গ্রুপ বিক্ষোভ প্রদর্শন করে এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। তারা নানা শ্লোগানে মুখরিত করে তোলে রাজপথ।
এদিকে রাতের শেষ দিকে কে বা কারা চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সবশেষে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা পরবর্তী কর্মসূচি হিসেবে বিক্ষোভ, সমাবেশ ও ডিসির বাসভবনে ঘেরাও কর্মসূচি পালন করে।
এদিকে শুক্রবার সন্ধ্যার পর থেকে হাদির মৃত্যু-পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে জেলায় আইনশৃঙ্খলা বাহিনী ছিলো সর্বোচ্চ সতর্ক অবস্থায়। শহরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ মহড়া ছিলো চোখে পড়ার মতো।








