মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:৫০

শ্রীনগরে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু
দেশে প্রথমবারের মতো রবিবার (১২ অক্টোবর) থেকে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সরকার প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনামূল্যে এই টিকা দিচ্ছে। জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকা পাবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

দেশে টাইফয়েডের টিকার এটি প্রথম জাতীয় ক্যাম্পেইন। টিকাটি উৎপাদন করেছে ভারতের

সেরাম ইনস্টিটিউট। সরকার এই টিকা পেয়েছে টিকাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্যাভি-এর সহায়তায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই টিকা নিরাপদ এবং ইতিমধ্যে নেপাল, পাকিস্তানসহ আরও আটটি দেশে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো উদাহরণ পাওয়া যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পেইনের সময়

প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যায়ের সব ছাত্র-ছাত্রীকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।

তারই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর (সোমবার) শ্রীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

এর বাইরেও ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। শহর এলাকার পথশিশুদের টিকা দেবে বিভিন্ন এনজিও সংস্থা।

টিকার নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। যেসব শিশুর জন্মসনদ নেই বা জন্মনিবন্ধন হয়নি, তাদের জন্যও টিকার নিবন্ধন করা যাবে। এর জন্য নিকটস্থ টিকাকেন্দ্রের

স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিতে হবে।

— শ্রীনগর প্রতিনিধি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়