প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:০৫
আজ বিশ্ব শিক্ষক দিবস
চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

আজ রোববার (৫ অক্টোবর ২০২৫) বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
|আরো খবর
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন-এর নেতৃত্বে এ র্যালিতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করবেন।
র্যালিশেষে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুল মান্নান (অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ), মোহাম্মদ রুহুল্লাহ (জেলা শিক্ষা অফিসার) ও মোহাম্মদ মোসাদ্দেক হোসাইন (অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁদপুর)। সভাপতির দায়িত্ব পালন করবেন এসএমএন জামিউল হিকমা (উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর)।
আলোচনা সভায় বক্তারা প্রতিপাদ্য বিষয় ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ (Recasting Teaching as a Collaborative Profession)-এর তাৎপর্য তুলে ধরবেন। তাঁরা শিক্ষকের মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও সহযোগিতামূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করবেন।
ডিসিকে/এমজেডএইচ