প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৪:২৭
বিস্ময়কর হ্যাকিং: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে লাইভ ক্যাসিনো!

|আরো খবর
ইন্দোনেশিয়ান ভাষায় লাইভ জুয়া!
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ পেজটি হ্যাক করেছে। হ্যাকাররা পেজটি দখলে নিয়ে সেখানে ইন্দোনেশিয়ান ভাষা, অর্থাৎ ‘বাহাসা’য় জুয়ার লাইভ সম্প্রচার শুরু করে।
বিষয়টি নজরে আসার পর রাত সাড়ে ৮টার দিকে কর্তৃপক্ষ পেজটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
জনকূটনীতি বিভাগের পরিচালক এ এইচ এম মাসুম বিল্লাহ বলেন,
“ফেসবুক পেজ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।”“হ্যাকাররা তাদের প্রকৃত পরিচয় গোপন রাখতে ইচ্ছাকৃতভাবে বাহাসা ব্যবহার করছে।” – নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ
মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়া রীতিমতো আতঙ্কের বিষয়।
বিশ্লেষকদের মত
সাইবার নিরাপত্তা বিশ্লেষক মো. ইমরান কবির বলেন,
“এই ধরনের হামলা রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কৌশল হিসেবেও ব্যবহার হতে পারে।”তদন্তে সাইবার ইউনিট
বিটিআরসি, ডিজিটাল নিরাপত্তা সংস্থা ও সিআইডির সাইবার ইউনিট ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আইপি ট্র্যাকিং, সার্ভার লোকেশন শনাক্তের কাজ চলছে।
ফেসবুক কর্তৃপক্ষের ভূমিকা
ফেসবুক কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের অভাব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনায় দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছে।
শেষ কথা
এই ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম সুরক্ষায় আমাদের প্রস্তুতির দুর্বলতা আবারও স্পষ্ট হলো।
ডিসিকে/ এমজেডএইচ