শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ১৪:২১

চাঁদপুরে লকডাউনে সন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল

অনলাইন ডেস্ক

চাঁদপুরে লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবর খান ।

আজ ৭ জুলাই বুধবার সকালে চাঁদপুর স্টেডিয়াম এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবর খান আরো বলেন, চাঁদপুরে সবার সাথে সমন্বয় করে সেনাবাহীনি লকডাউনে কাজ করছে। পরিস্থিতি ভালো, আরো ভালো করতে আমরা কাজ করে যাবো।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, জেলা প্রশাসনের সাথে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বয় করে চাঁদপুরে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কাজ করছে। এভাবে চলতে থাকলো অবশ্যই আমরা লকডাউনের সুফল পাবো।

এ সময় উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল মোঃ খাইরুল ইসলাম, ক্যাপ্টেন সায়েম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়