প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:৫৭
মতলবে বাস দুর্ঘটনায় আহত গৃহবধূ ইয়াসমিন মারা গেছেন

মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় যাত্রীবাহী জৈনপুর পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যাওয়ার ঘটনায় আহত ইয়াসমিন আক্তার (২৪) মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইয়াসমিন আক্তারের স্বামী ইমরান হোসেন।
|আরো খবর
ইয়াছমিন আক্তারের বাড়ি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকায়। তিনি একই এলাকার মো. ইমরানে হোসেনের স্ত্রী। ইমরান হোসেন জানান, তার স্ত্রী সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতেন। সেখানে তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। গত রোববার তাঁর শিশুসন্তান বায়েজিদ (৩)কে সঙ্গে নিয়ে চাঁদপুরের এক কবিরাজের নিকট যান চিকিৎসার জন্যে। সেখান থেকে সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ‘জৈনপুর পরিবহনের বাসে' ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বাসটি দুপুর ২ টায় উপজেলার নাগদা এলাকায় পৌঁছালে ট্রাককে ওভারটেক করতে গিয়ে উল্টে ২৫/৩০ জন যাত্রীসহ পাশের খালে পড়ে যায়। এতে ইয়াছমিন আক্তার ও তার শিশুসন্তান বায়েজিদসহ বাসের ১৭ যাত্রী আহত হন।
ছবি: মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাস দুর্ঘটনায় নিহত ইয়াসমিন আক্তার।








