বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯

মতলব উত্তরে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার আটক

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার আটক

মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন দেলু নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাতে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফরসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বেলতলী বেড়িবাঁধের উপর থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন দেলুকে আটক করা হয়।

আটক দোলোয়ার হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব জানান, মতলব উত্তর ও দক্ষিণ থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়