প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬
ফরিদগঞ্জে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে যানবাহন তল্লাশি ॥ জরিমানা

ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে যানবাহনে তল্লাশি ও জরিমানা করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর ২০২৫) যৌথ বাহিনী চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জ এলাকার চরকুমিরা এলাকায় চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ১০০টি যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ৭টি মামলা দায়ের করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স না থাকায় ৫টি গাড়ি জব্দ করা হয়।








