বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:৫১

ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কে দুু মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কে দুু মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ফরিদগঞ্জে দু মোটরসাইকেলের সংঘর্ষে বাদশা তালুকদার (৪০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১১ টায় ফরিদগঞ্জ -চান্দ্রা সড়কের মদনেরগাঁও গ্রামের বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাদশা তালুকদারের মৃৃত্যু হয়। নিহত বাদশা তালুকদার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দু সন্তানের জনক। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী জিহাদ (১৮)সহ দুজন গুরুতর আহতাবস্থায় জেলা সদরস্থ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের চাচাতো ভাই বাবলু তালুকদার বলেন, বাদশা তালুকদার স্থানীয়ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসা করতেন। প্রতিদিনের ন্যায় তিনি ব্যবসার উদ্দেশ্যে নিজের মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত গতির অপর মোটরসাইলেকটির সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় বাদশা তালুকদার সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে আমরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জিহাদ (১৮) একই উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, এ ঘটনায় আমাদের পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়