লাউতলীতে মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ
সমাজকে মাদকমুক্ত করতে হলে নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে
......ইউএনও সেটু কুমার বড়ুয়া
ফরিদগঞ্জে মাদক ও ইভটিজিংবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী জাগ্রত যুব সংঘের উদ্যোগে ডা. রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
তিনি বলেন, প্রতিবছর বিশ্বে শুধু ধূমপানসহ মাদকের কারণে ৮০ লাখ লোকের মৃত্যু হয়। ধূমপানও একটি মাদক। এর কারণে শুধু ধূমপায়ীই ক্ষতিগ্রস্ত হয় না, তার আশপাশের লোকজন ক্ষতির মুখে পড়েন। এক সময়ে শখের বসে ধূমপান করলেও পরবর্তীতে তা নেশার মতো হয়ে যায়। একই পরিস্থিতি বর্তমানে আমরা মাদক বলে যেগুলোকে গণ্য করি সেগুলোর ক্ষেত্রেও। মাদক আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এখন গ্রামের আনাচে কানাচেও মাদকে সয়লাভ। ফরিদগঞ্জে মাত্র দু সপ্তাহ হলো যোগদান করলাম। এরই মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মাদকের ভয়াবহতার বিষয়ে। তাই এই সমাজকে মাদকমুক্ত করতে হলে নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। কোনোভাবেই মাদক ও ইভটিভিংয়ের মতো বিষয়কে সহজভাবে নেয়ার সুযোগ নেই। আজ আমার পরিবারের কেউ এর থাবা থেকে মুক্ত থাকলেও আগামীকাল যে পড়বে না, এর গ্যারান্টি নেই। বিশেষ করে শিক্ষার্থীরা যদি সচেতন হয়, তারা যদি সমাজের এই মরণ ব্যাধির বিষয়ে সোচ্চার হয়, তবেই সমাজকে পুরোপুরি মাদকমুক্ত না করতে পারলেও বড়ো ধরনের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমাদের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের প্রধান সমন্বয়ক রিয়াদ হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, লাউতলী জাগ্রত যুব সংঘের সভাপতি মামুন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক হৃদয় দেওয়ান, সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল, আমিখুর রহমান রাসেল, শরিফ আখন, শাহজাহান আখন, মফিজুল ইসলাম, সোহাগ আখন ।