প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৯:৫৬
ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফার সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণ
বিএনপির ৩১ দফাই রাষ্ট্র কাঠামো বিনির্মাণে যথেষ্ট
............হুমায়ুন কবির বেপারী

রাষ্ট্র কাঠামো নির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ৩১ দফার সমর্থনে ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর সমর্থনে মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
মিছিল শুরুর পূর্বে সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বেপারী বলেন, বিএনপির ৩১ দফাই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্যে যথেষ্ট। জুলাই সনদেও এর প্রতিফলন রয়েছে। কিন্তু দেশের কিছু রাজনৈতিক দল নতুন করে জুলাই সনদকে নিয়ে টালাবাহানা করছে, স্বাক্ষর করা জুলাই সনদ আর ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশমালা এক নয়। এতে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দল ও জনগণ যেভাবে ঐক্যমত পোষণ করেছিলো, তার ব্যতিক্রম এখানে রয়েছে। আমাদের বিএনপির নেতৃবৃন্দ এসব বিষয় স্পষ্ট করেছেন। আমাদের ধারণা, নির্বাচনকে পেছানোর জন্যে আবারো চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু জাতীয়তাবাদের আদর্শের সৈনিকরা এসব প্রতিহত করবে। আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বেই গঠিত নতুন সরকার ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে সংস্কারকার্য সম্পন্ন করবে। আমাদের নেতা তারেক রহমান সে লক্ষ্যে কাজ করছেন। অচিরেই তিনি দেশে ফিরবেন ।
ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত দল কাউকেই মনোনয়ন বা সিগন্যাল দেয়নি। তবে দল যাকে মনোনয়ন দেবে তার সমর্থনে সকল মনোনয়ন প্রত্যাশীকে একযোগে কাজ করতে হবে--এটাই দলের নির্দেশ। একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি মনোনয়ন প্রত্যাশা করি, একই সাথে আমিও দলের এই নিদের্শনা মেনে কাজ করবো।
সমাবেশে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক সাবের হোসেন খোকন, উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক আবুল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজির আলী খান, উপজেলা সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, কামাল বেপারী, মাছুম ঢালী, শফিক আহমেদ, অপু, মুছা গাজী, মাসুদ গাজী, বেলাল হোসেন ভূঁইয়া, জুলহাস মিয়া, সোহেল ভূঁইয়া, লিটন গাজী, মাহমুদ গাজী, সজিব আহমেদ প্রমুখ।








