প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২১:১২
সিআইপির সংকট নিরসনের দাবিতে ২৪ নভেম্বর ফরিদগঞ্জে কৃষক সমাবেশ

চাঁদপুর সেচ প্রকল্প তথা সিআইপি’র সংকট নিরসনের দাবিতে আগামী ২৪ নভেম্বর ২০২৫ (সোমবার) কৃষক সমাবেশ করবে সিআইপি কৃষক সংগ্রাম কমিটি।
সিআইপির সংকট নিরসনে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের দাবিত হবে এ 'কৃষক সমাবেশ'।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সিআইপি কৃষক সংগ্রাম কমিটির উপজেলাস্থ অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে ও সদস্য রহিমা আক্তার কলির সঞ্চালনায় বক্তব্য রাখেন আ. লতিফ, আ. ওয়াদুদ, নূরুল ইসলাম কুট্টি, মাসুদ খান, খলিলুর রহমান, আ. রশিদ পাটোয়ারী, আ. রহমান, মোজাম্মেল পাটোয়ারী, আলী আকবর, আব্দুল মান্নান, আলম পাটোয়ারী, শামসুল আলম পাটোয়ারী, তাজুল ইসলাম, নেছার দেওয়ান ও মামুনুর রহমান বাবু।
সভাশেষে কৃষক নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন। উপজেলার খাল, নদী, বাঁধ, বাধাসহ কৃষক-কৃষি এবং সামগ্রিক বিষয়ে ইউএনওর সাথে বিস্তারিত আলোচনা করেন এবং সিআইপির সংকট নিরসনে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমিকা রাখার আহ্বান জানান।








