প্রকাশ : ২৩ মে ২০২৫, ০২:০০
যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ দু মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনী কর্তৃক সাড়ে ১৭ কেজি গাঁজাসহ দু মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২২ মে ২০২৫) রাত এগারোটা পাঁচ মিনিটে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে মাদক বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ী বাহাদুর (৩৭) এবং আরিফুল (২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর চাঁদপুর সেনা ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিসিকে/এমজেডএইচ