শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৯:২৩

সাচারে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

সাচারে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীর  জরিমানা
মো. আলমগীর তালুকদার

রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (৮ মার্চ ২০২৫) দুপুরে উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি ।ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ২টি মিষ্টি দোকানি ও ১ মুদি ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো : সমীর ঘোষের মিষ্টি দোকান ৫ হাজার টাকা, মহসিনের মিষ্টি দোকান ৫ হাজার টাকা ও মুদি দোকানি বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা । সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং কোনো প্রকার মজুদ না করে নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির পরামর্শ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকতা জহিরুল ইসলাম, সাচার ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ, সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মজুমদারসহ আইনশৃঙ্খলার দায়িত্ব পালনকারী পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়