বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৮ মে ২০২২, ২২:১১

মানসিক ভারসাম্যহীন কিশোরের আত্মহত্যা

গোলাম মোস্তফা
মানসিক ভারসাম্যহীন কিশোরের আত্মহত্যা

চাঁদপুর শহরতলীর মধ্য ইচলী গুচ্ছগ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জানা যায়, উক্ত গুচ্ছগ্রামের মৃত আবু তাহের শেখের বড় ছেলে রাসেল (১৭) দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। মূলত পিতার অসুস্থতা এবং বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার পর থেকেই রাসেল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে তাকে চাঁদপুর শহরের একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে সিকিউরিটি গার্ডের চাকুরি দেয়া হলেও নিজের অসুস্থতার জন্যে ঠিকমত চাকুরি করতে পারেননি। এক পর্যায়ে গতকাল ৮ মে মায়ের অনুপস্থিতিতে নিজ বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। বিকেলে তার মা এসে বাইর থেকে ঘরের দরজা খোলার জন্যে বহু ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখতে পান রাসেল ঝুলন্ত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানালে এসআই বিল্লাল হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়