বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ২০:৫১

মতলবের দিঘলদীতে হামলায় একই পরিবারের ৪ জন আহত

মতলবের দিঘলদীতে হামলায় একই পরিবারের ৪ জন আহত
সোহাঈদ খান জিয়া

গত ১১ এপ্রিল সোমবার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারের পূর্ব পাশে দিঘলদী গ্রামের প্রধানিয়া বাড়ি ( পাঁচ কড়ি হাজী) বাড়িতে প্রতি পক্ষের হামলায় একই পরিবারের মা, ছেলে ও মেয়েসহ ৪ জন আহত হয়েছে।

হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহত সুরাইয়া বেগম জানান, ছাগলে মরিচ খাওয়াকে কেন্দ্র করে হারেছ হাজীদের সাথে ঝগড়া হয়।ঝগড়ার এক পর্যায়ে হারেছ হাজী, সুমন হাজী ও খুকি বেগম সাবাল ও বাঁশের লাঠি দিয়ে ঘরে প্রবেশ করে বেধরক মারধর করে লীলা ফুলা জখম করে। এতে সুরাইয়া বেগম ( ৪০) সৈকত( ২৬) শারমিন (১৮) ও সিয়াম (১৬) আহত হয়।

আহতদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে শারমিন ও সিয়াম প্রাথমিক চিকিৎসা নেয়।

সুরাইয়া ও সৈকত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হামলার সময় সুরাইয়া ও শারমিনের গলায় থাকা ২ ভরি স্বর্ণের চেইন চিনিয়ে নেয়।

এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়