শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ২৩:০৪

কলকাতায় হাহাকার, বাংলাদেশিদের অভাবে পথে বসছেন ব্যবসায়ীরা

মো: জাকির হোসেন
কলকাতায় হাহাকার, বাংলাদেশিদের অভাবে পথে বসছেন ব্যবসায়ীরা
ছবি : সংগৃহীত

কলকাতার ‘মিনি বাংলাদেশ’ বিপর্যয়ের মুখে, বাংলাদেশি পর্যটক হারিয়ে ধ্বংসের প্রান্তে ব্যবসা

কলকাতার ‘মিনি বাংলাদেশ’ হিসেবে পরিচিত মার্কুইস স্ট্রিট, হগ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই রোড এবং কেওয়াইডি স্ট্রিটসহ সংলগ্ন এলাকাগুলো এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি। এই এলাকা মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল, কিন্তু তাদের অনুপস্থিতিতে এখানকার ব্যবসা প্রায় ধ্বংস হয়ে গেছে।

বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি, ব্যবসায় চরম মন্দা

এই এলাকার রেস্টুরেন্ট, হোটেল, এবং দোকানপাট গত দুই দশক ধরে বাংলাদেশি পর্যটকদের চাহিদা মেটানোর জন্য গড়ে উঠেছিল। বাংলাদেশি খাবার, হোটেল সেবা এবং অন্যান্য পণ্য বিক্রির মাধ্যমে এখানকার ব্যবসা ছিল চাঙ্গা। তবে এখন, পর্যটকদের অনুপস্থিতিতে এসব প্রতিষ্ঠান ক্রেতা হারিয়ে একেবারে নিঃস্ব।

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলি খান বলেন, “বাংলাদেশি পর্যটকরা আমাদের ব্যবসার একমাত্র প্রাণশক্তি। তাদের অনুপস্থিতিতে আমরা ধুঁকছি। ঋণে ডুবে যাচ্ছি, অনেকের পক্ষে আর ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না।”

হোটেল-রেস্টুরেন্ট মালিকদের আর্তনাদ

হোটেল মালিক পিন্টু বসাক জানান, “বাংলাদেশি পর্যটকদের জন্য সাজানো হোটেল রুম ও রেস্টুরেন্ট এখন ফাঁকা পড়ে আছে। আমাদের আয়ের ৮০ শতাংশ বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করত। কিন্তু এখন সেই আয় প্রায় শূন্য। পরিস্থিতি খুবই উদ্বেগজনক।”

রেস্টুরেন্ট মালিক এনসি ভৌমিক বলেন, “বাংলাদেশি খাবারের জন্য বিখ্যাত আমাদের রেস্টুরেন্টগুলো এখন প্রায় বন্ধের পথে। শুধু ব্যবসার ক্ষতি নয়, এটি দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল। আমরা এখন এই প্রতীক হারানোর শঙ্কায় আছি।”

বাংলাদেশি পর্যটকদের ফেরাতে উদ্যোগ

ব্যবসার এই সংকট কাটাতে সম্প্রতি ব্যবসায়ীরা একটি জরুরি বৈঠক করেছেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হবে।

তারা আশাবাদী, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি পর্যটকদের আস্থা পুনরুদ্ধার করে তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে তারা এও জানেন না, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এবং তারা কত দিন এই সংকটের সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারবেন।

অর্থনৈতিক বিপর্যয়ের প্রভাব

এই বিপর্যয় শুধু ব্যবসায়ীদের নয়, পুরো এলাকার অর্থনীতিকেই ধ্বংসের প্রান্তে ঠেলে দিয়েছে। অনেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন, অনেকের জীবিকা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

কলকাতার এই ‘মিনি বাংলাদেশ’ এলাকাটি এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যদি দ্রুত পরিস্থিতি উন্নতি না হয়, তাহলে এখানকার ব্যবসায়ীরা হয়তো চিরতরে হারিয়ে যাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়