শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১৭:১৭

ইউরোপের বন্যায় মৃতের সংখ্যা বাড়ছেই

অনলাইন ডেস্ক
ইউরোপের বন্যায় মৃতের সংখ্যা বাড়ছেই

জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে বন্যায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে এবং এখনও কয়েকশ লোক নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জার্মানিতে অর্ধ শতাব্দির মধ্যে সবচেয়ে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বহু শহরে বন্যার পানি এখনও অনেক উপর দিয়ে বইছে ও ঘরবাড়ি ভেঙে পড়া অব্যাহত আছে।

জার্মানির পশ্চিমাঞ্চলের বন্যাকবলিত ওই এলাকাগুলোতে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। ইউরোপীয় নেতারা টানা বৃষ্টি থেকে সৃষ্ট বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

সেপ্টেম্বরে জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বন্যার ধ্বংসযজ্ঞ ভোটের আগে দেশটিতে জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্ককে তীব্র করে তুলতে পারে।

কয়েক দশকের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখছে পশ্চিম ইউরোপের দেশগুলো। নদীর পানি লোকালয় ভাসিয়ে নিচ্ছে। ধসে পড়েছে অসংখ্য ঘর-বাড়ি। ওই অঞ্চল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বলছে আবহাওয়া সংস্থা।

রাজনীতিবিদরা বলছেন, ভয়াবহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জার্মান চ্যান্সেলর ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। ১৫ হাজারের অধিক উদ্ধারকর্মী দুর্গত এলাকায় তৎপর রয়েছে বলছে জার্মান কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়