প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১
কুমিল্লায় কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা

কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে বিদ্যালয়ে ঋতুস্রাব বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয় ।
|আরো খবর
রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে নগরীর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইনার হুইল ক্লাব অফ কুমিল্লার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। সভায় আলোচকগণ মাসিকের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে সে সমস্ত বিষয় তা নিয়ে আলোচনা করেন। স্বাস্থ্যবিধি সঠিক নিয়মে পালন না করলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে যেমন প্রজনন ও মূত্রনালীর সংক্রমণ, যা ভবিষ্যতে বন্ধ্যাত্ব ও মাসিক জটিলতা তৈরি করতে পারে। মাসিকের সময় ন্যাপকিন পরিবর্তন করার পর হাত ধোয়ার ক্ষেত্রে অবহেলা করলে বিভিন্ন রকম সংক্রমণ বৃদ্ধি হতে পারে।
এতে ক্লাবের বর্তমান সভাপতি জেসমিন সুলতানা'র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর পাস্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও ইনার হুইল ক্লাব অফ কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডা. মল্লিকা বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কাজী ইসরাত জাহান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শাহীন আক্তার, ক্লাব করসপন্ডেন্ট মাহমুদা আক্তার পন্নি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সাবেক সভাপতি কমরেড আনোয়ার হোসেনসহ অন্যরা।
ডিসিকে/এমজেডএইচ