রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বিশ্বাসঘাতকের ক্ষমা নেই

মুহাম্মদ কাউছার আলম রবি
বিশ্বাসঘাতকের ক্ষমা নেই

নিজেকে ভেঙে তোমাকে আস্ত আকাশ কিনে দিয়েছিলাম,

তুমি ধরে রাখতে পারলে না।

বিশ্বাসের বুকে ধান ভাঙা মেশিন চালিয়ে দিলে!

বুঝতে পারলে না, সস্তা ভেবে যে আকাশ তুমি

অবিশ্বাসের সাথে নষ্ট করলে,

সেখানে একদিন তাকিয়ে আফসোস করতে হবে মনে রেখো।

তুমি আমার ভালবাসাটা দেখেছো,

কিন্তু আমার ঘৃণা দেখোনি,

তুমি দেখেছো কীভাবে বিশ্বাস পুঁজি করে মনে রাখা যায়,

কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতাটা দেখোনি।

তুমি কি ভেবেছো তোমাকে ছাড়া বাঁচতে পারাটা অসম্ভব?

ভুল ভেবেছো, ভাঙতে আমিও জানি।

মেনে নেওয়া আর মানিয়ে চলার পথে

তোমাকে পাপের সাথে ঘৃণায় ডুবিয়ে মারবো,

যতোটা যত্নে তোমাকে বুকের আড়াই ইঞ্চি জায়গায় আগলে পুষেছি।

সেখানে তুমি ততোটা পাপীর তালিকায়,

অযত্নে অবহেলায় আয়না মুখ দেখতে পাবে।

তুমি যেখানে বিশ্বাস খেয়ে গেছো,

সেখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিবো,

বিশ্বাসঘাতকের প্রবেশ নিষিদ্ধ।

বুকের শহরে প্রতিটি অলিগলিতে,

কাঁচা পাকা রাস্তায় বিলবোর্ডে টানিয়ে দিবো,

বিশ্বাসঘাতকের ক্ষমা কোন নেই।

তুমি যেখানে দাঁড়িয়ে বিশ্বাসের সওদা করেছো,

ভুল বলে ফিরে এসে যদি মৃত্যুর চোখে তাকিয়ে বলো

ক্ষমা করার ক্ষমতার দখল নিতে,

তবুও তোমার জন্য প্রবেশ নিষিদ্ধ।

তোমাকে এতোটাই ঘৃণার জলে ডুবে মারবো যে,

অনুসন্ধানে কোন চোখ তোমাকে আমার কাছ

অবধি পৌঁছাতে পারবে না।

তুমি আমার তীব্র ভালবাসা দেখেছো,

কিন্তু আমার ঘৃণা করার তীব্র শক্তি দেখোনি।

তুমি আমার যত্ন দেখেছো,

কিন্তু ভুলে যাওয়ার প্রবল শক্তি খুঁজে পাওনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়