রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অভগ্ন

দোলা রানী দেওয়ান
অভগ্ন

একেই কি বলে প্রেম?

মন উদাসী মন বেঁধেছে তার সনে,

তার অনুপস্থিতিতে স্মরণে আসে তার কথা ক্ষণে ক্ষণে।

একেই কি বলে প্রেম?

একঝুড়ি সুখ এনে দিলো আমায়,

পেলাম এক অদ্ভুত অনুভূতি পেয়ে তোমায়।

একেই কি বলে প্রেম?

রেখেছি হিসাব কেটেছে কত প্রহর তোমার সাথে,

এ স্বপ্নের দুনিয়ায় না ভাঙুক ঘুম মাঝপথে।

একেই কি বলে প্রেম?

অপেক্ষা আর অভিমানে অবসান ঘটে গোধূলিতে,

জানি আসবে বাধা এ গহীন পথে।

একেই কি বলে প্রেম?

গন্তব্যে পৌঁছাবে কবে মোর এই ছন্দখানা,

আমরণ হোক তোমার প্রতি আমার মায়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়