বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০

বানান শিখি

অনলাইন ডেস্ক
বানান শিখি

একমত

মতের মিল, মতৈক্য। আরেকটি প্রতিশব্দ ঐকমত্য, তবে তার চেয়ে একমত বা মতৈক্য সহজ। অধুনা সহমত শব্দটি উড়ে এসে জুড়ে বসেছে। শব্দটা হিন্দি, পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্রের বদৌলতে বাংলায় চলছে। একমত বা মতৈক্য থাকতে সহমত ব্যবহারের কোনো দরকার আছে? পরিচিত ও নিত্যব্যবহৃত বাংলা শব্দের বিকল্পে নতুনত্বের প্রলোভনে অন্য ভাষার শব্দ আমদানিতে কোনো বাহাদুরি নেই।

কী

কোথায় কি হবে এবং কোথায় কী বসবে, তা নিয়ে প্রায়ই ধন্দে পড়তে হয়। সোজা কথায়, কি এমন প্রশ্নসূচক শব্দ যার উত্তর হ্যাঁ কিংবা না। যেমন তুমি কি খাবে- এখানে জানতে চাওয়া হচ্ছে, তুমি আদৌ খাবে কি? এর উত্তর হবে হ্যাঁ অথবা না। আর কীও প্রশ্নবোধক হতে পারে, কোনো জিনিস অর্থে। যেমন তুমি কী খাবে? এর উত্তর হতে পারে ভাত বা রুটি।

কি-র আরেকটা ব্যবহার আছে অথবা বোঝাতে। কি ধনী কি নির্ধন; কি বালক কি বৃদ্ধ। তেমনি কী-রও আরেক রকম প্রয়োগ আছে বিস্ময় বোঝাতে : কী যে বলো, কী আশ্চর্য!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়