বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০

দলদাসের কী হবে

হাসান মাহাদি
দলদাসের কী হবে

আহা দলদাস! আহা!

মানুষের হাহাকার তোমাকে স্পর্শ করবে না

ছাত্র-জনতা তা ভালো করেই জানে

দাসত্বের আফিমে তুমি বুঁদ হয়ে আছো

তোমার জন্মটাও বৃথা

এবং মৃত্যুটাও!

তোমার অন্যায় অত্যাচারে যে মরে গেলো

কিংবা মরে যাবে

সে তার উত্তরসূরিদের জন্য অনুপ্রেরণা

তার রবের কাছে সে সম্মানীত

আর এমন ভাবে মরে যাওয়ার সুযোগটাও দুষ্প্রাপ্য

কিন্তু দলদাস!

সাময়িক উল্লাস শেষে

তোমার পরিণতি কী হবে?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়