রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০

লং মার্চ টু ঢাকা

আয়েশা সিদ্দিকা
লং মার্চ টু ঢাকা

আজ বিচার পাবে আবরার,

ছাত্রলীগ নামে ক্ষমতাসীন অমানুষদের হাতে শহিদ হওয়া সেই নিষ্পাপ ছেলেটি

বিচার পাবে আবু সাইদ

পুলিশের গুলিতে নিহত হওয়া সেই নিরস্ত্র নিষ্পাপ মেধাবী ছাত্রটি

বিচার পাবে ছাদে পিতার কোলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো সেই রিয়া মনি

আজ বিচার পাবে অলিতে-গলিতে নিহত হওয়া সেই বত্রিশ শিশু

যারা বুঝতো না আন্দোলন, বুঝতো না কোনো রাজনীতি

আজ মুক্তি পাবে গুম হয়ে যাওয়া আয়নাঘরে বন্দি শত মায়ের সন্তান

মুক্তি পাবে আসিফ মাহতাব, নূরুল হকসহ কত মায়ের নিরীহ সন্তান

আজ বিচার পাবে পানি বিলাতে পথে নামা সেই মীর মুগ্ধ

কী দোষ ছিল তার!

তার তো প্রয়োজন ছিলো না সরকারি চাকরির

প্রয়োজন ছিলো না কোটার সংস্কার

তবু কেনো পথে নামা! প্রাণ দেয়া!

এ লাখো জনতার মুক্তির দাবি

বাঙালির দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ

যা ঘুম কেড়ে নিয়েছে কোটি বাঙালির

ঘুম কেড়ে নিয়েছে আন্দোলনে থাকা সেই হাজারো যোদ্ধার মায়ের

আমরা তোমাদের আত্মদান ভুলিনি

ভুলিনি সে মৃত্যুযন্ত্রণায় রক্তাক্ত শরীরের আহাজারি

এ যুদ্ধ ছাত্রদের নয়

নয় কোনো সরকারি চাকরিপ্রত্যাশী প্রার্থীর

এ আন্দোলন সন্তান হারানো হাজারো মায়ের, হাজারো বাবার আর

জীবিকার তাগিদে বের হয়ে প্রাণ হারানো পিতার এতিম সন্তানদের।

রক্তের দাম দিতে আজ গণভবনের পথে

লক্ষ জনতার ভিড়ে হয়ত প্রাণ হারাবে

আরো হাজারো শহিদ, মুক্তি পাবে কোটি মানুষ

আমাদের মুক্তির দাম হাজারো শহিদের প্রাণ।

৫ আগস্ট ২০২৪। (সকাল)

আমাদের ছত্রিশ জুলাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়